নবগ্রাম ইউনিয়ন এর ইতিহাস অনেক বড় এক ইতিহাস। নবগ্রাম মানিকগঞ্জের এত নিকটে অবস্থিত যে এখান হতে অনেক ইতিহাসের জন্ম হয়েছে। নবগ্রাম কোন বড় মাপের মানুষ ছিল না। এখানে মাত্র ১৬ - ১৮ টি গোয়াল পরিবার বসবাস করত। তারা ছিল হিন্দু। তারা তাদের জীবন জীবিকার জন্য অনেক কষ্ট করে গেছেন। তাদের সেই সকল গোয়াল দের পরিবার রাই মুলত এই নবগ্রাম ইতিহাস। বলতে গেলে বলতে হয় সেই সময় হতেই কালের পরিক্রমায় সেথানের নাম সোলাই বোবিন্দপুর এর পর গোয়ালপাড়া তারপর নবগ্রাম রুপান্তরীত হয়ে নবগ্রাম নাম হয় নবগ্রাম।
সুত্রঃ মানিকগঞ্জ জেলা ইতিহাস বই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস